Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ দলের পক্ষে নির্বাচনে থাকা সম্ভব হবে না


২ ডিসেম্বর ২০১৮ ২১:৫৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বর্তমান পরিস্থিতিতে ২০ দলীয় জোটের পক্ষে নির্বাচনে থাকা সম্ভব হবে না, বলে মন্তব্য করেছেন জোটের প্রধান সমন্বয়ক কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

রোববার (২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন কারাবন্দি খালেদা জিয়াসহ বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক, মীর মো. নাসির, চেয়ারপারসনের উপদেষ্টা আমন উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, মোস্তফা মহসিন মন্টু, রেজা কিবরিয়াসহ বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের অন্তত ৮০ প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়।

এমন পরিস্থিতির মধ্যে পূর্বঘোষিত ২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যা ৬টায় শুরু হয় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে। বৈঠকে ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান মুফতি মো. ওয়াক্কাস, মহাসচিব নূল হোসাইন কাসেমী, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শফিউদ্দিন ভূঁইয়া, জাগপা মহাসচিব খোন্দকার লুৎফর রহমান, এনপিপি মহাসচিব গোলাম মোস্তফা, ডিএল এর মহাসচিব সাইফুদ্দিন মনি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় আলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের বিজয়ের পথ সুগম করতেই ২০ দলীয় জোটের ৮০ প্রার্থীকে মনোনয়োন বঞ্চিত করা হয়েছে। প্রতিদিন গণহারে নির্বাচনি এলাকায় বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। কিছু কিছু স্থানে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের ভয় দেখাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে—আমরা সেটা বিশ্বাস করেছিলাম। কিন্তু কার্যকলাপ যা দেখছি তা আদৌ সন্তোষজনক নয়। বিরোধী দলে আমরা যারা আছি, আমাদের পক্ষে শেষ পর্যন্ত টিকে থাকা সম্ভব হবে না।

অলি অাহমদ বলেন, মনোনয়ন বাছাইয়ে একের পর এক বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় ২০ দলীয় জোটের আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সারাবাংলা/এজেড/এমআই

২০ দল নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর