Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাচাই-বাছাই শেষে কুমিল্লায় বৈধ ৯৮ প্রার্থী


২ ডিসেম্বর ২০১৮ ২২:৫৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা: কুমিল্লায় প্রার্থীদের যাচাই বাছাইয়ে ১৩৪ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনকে বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৯৮জনকে।

রোববার (২ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তা আবুল ফজল মীর যাচাই বাছাই শেষে এসব কথা জানান।

কুমিল্লায় মনোনয়ন বাতিল হওয়া হেভিওয়েট প্রার্থীরা হচ্ছেন, কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ (হোমনা উপজেলা বিএনপি সভাপতি), কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হক, তার ভাই স্বতন্ত্র প্রার্থী কাজী জুন্নুন বসরী, স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও তার ছেলে আহসানুল আলম কিশোর, কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ইউনুস এবং কুমিল্লা-১০ আসনে আবদুল গফুর ভূইয়া।

কুমিল্লাা-১ আসনে তিনজন, কুমিল্লা-২ আসনে পাঁচজন, কুমিল্লা-৩ আসনে ১০ জন, কুমিল্লা-৪ আসনে পাঁচজন, কুমিল্লা-৫ আসনে চারজন এবং কুমিল্লা-৬ আসনে একজন, কুমিল্লা-৮ আসনে একজন কুমিল্লা-৯ আসনে তিনজন, কুমিল্লা-১০ আসনে তিনজন, কুমিল্লা-১১ আসনে একজনসহ মোট ৩৬ জনের প্রার্থীতা বাতিল করা হয়।

এই জেলায় বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে বিএনপির ড.খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের আবুল মতিন খসরু, বিএনপির শওকত মাহমুদ, কুমিল্লা-৭ আসনে এলপডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগের আ হ ম মোস্তফা কামাল, এবং কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের মুজিবুল হক।

সারাবাংলা/এসএমএন

মনোনয়নপত্র বাতিল যাচাই বাছাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর