Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলওয়েতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২


৩ ডিসেম্বর ২০১৮ ১০:৩৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে হোটেল সেন্টমার্টিনে অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তারা রেলওয়েতে চাকরি দেওয়ার কথা চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া দুজন হলেন, রাসেল মিয়া (২২) ও এস এম মনিরুজ্জামান (২৭)। রাসেল নগরীর রংপুরের বাউনিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং মনিরুজ্জামান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকার আইনাল হকের ছেলে।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আশিকুর রহমান সারাবাংলাকে বলেন, গ্রেফতার হওয়া দুজন চট্টগ্রামে থাকে না। শুধুমাত্র রেলওয়েতে বড় ধরনের কোনো নিয়োগ শুরু হলে তখন চট্টগ্রামে আসেন। চাকরিপ্রার্থীদের নিজেদের রেলওয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে টাকাপয়সা হাতিয়ে নেয়। আমরা একজন ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করেছি।

তাদের কাছ থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ্য কর্মকর্তাদের ১২টি সিল এবং ২০১২ সালের কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৩৩ জনের একটি তালিকা জব্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমআই

আটক ২ চাকরি দেওয়ার নামে প্রতারণা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর