গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানির ঘটনারোধে হাইকোর্টে রিট
৩ ডিসেম্বর ২০১৮ ১১:৪৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: গ্যাস পাইপ লাইন লিকেজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানির ঘটনারোধে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী অমিত দাস গুপ্ত।
আরও পড়ুন: আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এক পরিবারের ৩ জন দগ্ধ
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
রিটে প্রাণহানির ঘটনা রোধে বিবাদীদের নিস্ক্রিয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
জালানী খনিজ সম্পদের সচিব, বিইআরসির চেয়ারম্যান ও ফায়ার সার্ভিসের মহাপরিচালকে বিবাদী করা হয়েছে।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত‘ মৃত্যু ফাঁদ থেকে সাবধান’ প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সড়কের আশেপাশে এবং বাসাবাড়িতে গ্যাস পাইপলাইন ছিদ্র ও চুলার সংযোগ থেকে বের হওয়া গ্যাসে প্রায়ই ঘটছে ভয়াবহ অগ্নিকাণ্ড। এলপি গ্যাসের সিলিন্ডার থেকেও ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণ হারাতে হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষকে। আগুনে সর্বস্ব হারিয়ে পথে বসতে হচ্ছে অনেককে। আবার কারও কারও পুরো পরিবার চলে যাচ্ছে না ফেরার দেশে। দু-একজন আবার দগ্ধ হয়ে দুর্বিষহ জীবন নিয়ে বেঁচে থাকেন।
সারাবাংলা/এজেডকে/জেএএম