Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন হামলায় শীর্ষ তালিবান কমান্ডার নিহত


৩ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৩

।। আন্তর্জাতিক ডেস্ক।।

আফগানিস্তানে চালানো এক মার্কিন বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী তালিবানের শীর্ষ এক কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম- মুল্লাহ আব্দুল মানান আখুন্দ। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

আখুন্দ তালিবানের হেলমান্ড প্রদেশ শাখার গভর্নর ও সামরিক প্রধান ছিল। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (১ ডিসেম্বর) রাতে প্রদেশটির নাওজাদ জেলায় চালানো মার্কিন হামলায় সে নিহত হয়।

এক বিবৃতিতে তালিবান জানিয়েছে, আখুন্দের মৃত্যুতে তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। তবে তারা আফগানিস্তান দখলের অভিযান থামাবে না।

এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিব দানিশ বলেন, আখুন্দের মৃত্যু তালিবানদের ওপর একটি বিশাল আঘাত। এটা তালিবান যোদ্ধাদের নৈতিকতায় প্রভাব ফেলবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের আগ পর্যন্ত টানা ৮০ বছর ধরে ব্রিটিশ সেনাদের ঘাঁটি ছিল হেলমান্ডে। বর্তমানে প্রদেশটির বেশিরভাগই তালিবানদের নিয়ন্ত্রণে।

বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে, আফগানিস্তানের বেশিরভাগ অংশই তালিবানদের নিয়ন্ত্রণে রয়েছে। সব মিলিয়ে আনুমানিক ১ কোটি ৫০ লাখ মানুষ- আফগানিস্তানের অর্ধেক জনসংখ্যা- হয়তো তালিবান নিয়ন্ত্রিত এলাকা বা তাদের হামলার ঝুঁকিতে থাকা এলাকায় বাস করে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে তালিবানকে পরাজিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন ও আফগান সেনাবাহিনী। পাশাপাশি চেষ্টা চালানো হচ্ছে শান্তি চুক্তিরও।

সারাবাংলা/ আরএ

আফগানিস্তান তালিবান কমান্ডার নিহত মার্কিন হামলা


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর