।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের হয়ে কাজ করার অভিযোগ ওঠেছে। তাই তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি।
সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনারের কাছে এই অভিযোগ করেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের বিএনপি থেকে মনোনয়ন পাওয়া দলের আইন বিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার কায়সার কামাল।
কায়সার কামালের দেওয়া চিঠিতে বলা হয়, ‘দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন থেকে আমার দলীয় নেতাকর্মীদের বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি দিয়ে আসছেন। দলীয় নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক মামলার জামিন প্রাপ্ত হলেও তাদেরকে গ্রেফতার করার প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি দিচ্ছেন ওসি। এমনকি এলাকার শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে।’
চিঠিতে আরও বলা হয়, ‘স্থানীয় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা প্রতিনিয়ত মোটরসাইকেল মিছিলসহ সমাবেশ করে নৌকার পক্ষে অবাধে প্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলেও তিনি কর্ণপাত করেননি, উপরন্তু অভিযোগকারীদের বিভিন্নভাবে হেনস্তা করছেন। দুর্গাপুরের সাধারণ মানুষের কাছে মনে হয়েছে, এই ওসিকে স্বেচ্ছায় ও স্ব-উদ্যোগে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন।’
সারাবাংলা/জিএস/এমও