Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ


৩ ডিসেম্বর ২০১৮ ১৫:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে ইসিতে অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (৩ ডিসেম্বর) সকালে ভাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা ও নুরুল্লগঞ্জ ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনায়েত শরীফ পৃথকভাবে এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, নিক্সন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনী আইন অনুযায়ী তিনি তার নিজের ও নির্বাচনী প্রতীক বরাদ্দের পর প্রতীকের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারেন না। কিন্তু গত ২৯ নভেম্বর থেকে নির্বাচনী এলাকার সেলুন, বাসস্ট্যান্ড, বৈদ্যুতিক পিলারসহ বিভিন্ন জায়গায় তার পোস্টার ও রঙিন স্টিকার লাগানো শুরু করেছেন।

বিজ্ঞাপন

এসব পোস্টার ও স্টিকারে তিনি শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন। ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একই সাথে বিষয়টি বেআইনি। এ বিষয়ে কার্য়কর ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি, বলা হয় চিঠিতে।

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর