Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ-শ্রমিক সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত


৩ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৭

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীর ফকির নিটওয়্যার নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শ্রমিকদের দাবি না মেনে গার্মেন্টস ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।এতে করে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা গার্মেন্টস ভাঙচুর ও বিক্ষোভ মিছিল বের করে।

বিজ্ঞাপন

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ”উৎপাদন মজুরি বাড়ানোর বিষয়ে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কিছুদিন ধরে বিরোধ চলছিল।পরে দুপুরে শ্রমিকদের দাবি না মেনে গার্মেন্টস ছুটি ঘোষণা করায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে গার্মেন্টস ভাঙচুর ও বিক্ষোভ মিছিল বের করে। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করলে আমিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ  মোতায়েন রয়েছে।”

 

সারাবাংলা/এআরএইচ/এসএল

গার্মেন্টসের শ্রমিক নারায়ণগঞ্জের ফতুল্লা সংঘর্ষে

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর