Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় ফকির নিটওয়্যারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ


৩ ডিসেম্বর ২০১৮ ১৫:৪২

ফাইল ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীর একটি কারখানায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে ফতুল্লা থানার ওসিসহ ৫০ জনের বেশি শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফকির নিটওয়্যার নামের পোশাক কারাখানায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে দুপুরে বিক্ষোভ শুরু করেন ফকির নিটওয়্যারের শ্রমিকরা। তবে তাদের দাবি মেনে না নিয়ে গার্মেন্টস ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা গার্মেন্টস ভাঙচুর ও বিক্ষোভ মিছিল বের করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, উৎপাদন মজুরি বাড়ানোর বিষয়ে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। দুপুরে শ্রমিকদের দাবি না মেনে গার্মেন্টস ছুটি ঘোষণা করায় তারা বিক্ষুব্ধ হয়ে গার্মেন্টস ভাঙচুর ও বিক্ষোভ করে। এতে বাঁধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ওসি নিজেও আহত বলে জানান তিনি। এছাড়া আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

ফকির নিটওয়্যার ফতুল্লা বিসিক শিল্পনগরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর