২২ হাজার ২৬৪ কোটি টাকার আয়কর আদায়
৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: চলতি করবর্ষের প্রথম পাঁচ মাসে ২২ হাজার ২৬৪ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। শুধুমাত্র নভেম্বর মাসেই আয়কর থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ৫ হাজার ২৪৮ কোটি টাকা। বছরটিতে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৬১০ জন করদাতা। এছাড়াও রিটার্ন জমা দিতে সময়ের আবেদন করেছেন আরও ৩ লাখ ১৫ হাজার ১০৫ জন। ফলে ডিসেম্বরের শেষ দিকে রিটার্ন জমা দেয়ার এই সংখ্যা ২৩ লাখের কাছাকাছি পৌঁছাতে পারে।
সোমবার (৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজ দফতরে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান। এসময় এনবিআরের প্রথম সচিব খন্দকার খুরশীদ কামালসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিয়া উদ্দিন মাহমুদ জানান, ২০১৭ সালের নভেম্বর মাসে আয়কর থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ৪ হাজার ১৩৫ কোটি টাকা। ২০১৮ সালের একই মাসে রাজস্ব এসেছে ৫ হাজার ২৪৮ কোটি টাকার। বছর ব্যবধানে মাসটিতে আয়কর আদায়ের প্রবৃদ্ধি ২৭ শতাংশ। আর ২০১৭ সালের আয়কর দিবস পর্যন্ত কর আদায়ের পরিমাণ ১৯ হাজার ৮১০ কোটি টাকা। আর চলতি বছরের কর দিবস পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ ২২ হাজার ২৬৪ কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে আয়কর আদায়ে প্রবৃদ্ধি ১২ দশমিক ৩৮ শতাংশ।
তিনি জানান, ২০১৭ সালের কর দিবস পর্যন্ত রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ১৪ লাখ ৭৮ হাজার ৪৩৪। ওই বছর সময়ের আবেদন করেছিলেন ৩ লাখ ৫৬ হাজার ৭৫৬ জন করদাতা। সবমিলিয়ে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ১৮ লাখ ৩৫ হাজার ১৯০ টি। আর ২০১৮ সালের করদিবস পর্যন্ত রির্টান দাখিল করেছেন ১৬ লাখ ৯১ হাজার ৬১০ জন। রিটার্ন দিতে সময়ের আবেদন করেছেন আরও ৩ লাখ ১৫ হাজার ১০৫ জন। ফলে বছরটিতে রির্টান দাখিলের সংখ্যা ২০ লাখ ৬ হাজার ৭১৫ টি হতে পারে।
জিয়া উদ্দিন মাহমুদ জানান, ২০১৮ সালের এখন পর্যন্ত প্রকৃত রিটার্ন দাখিলের সংখ্যা বেড়েছে ২ লাখ ১৩ হাজার ১৭৬ টি। অর্থাৎ রিটার্ন দাখিলে প্রবৃদ্ধি ১৪ শতাংশ। চলতি বছরে রিটার্ন দাখিলের সংখ্যা ২৩ লাখে পৌঁছাতে পারে বলেও তার প্রত্যাশা। তিনি বলেন, কর দেয়ার ক্ষেত্রে চেতনাগত স্তরে বিশাল পার্থক্য আসায় সবার মধ্যে কর দেয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তরুণরা কর দিচ্ছেন। মেলার মতো কর অফিসেও একই ধরণের সেবা দেয়া হয়েছে। করদাতাদের পদচারণায় মুখর ছিল কর অফিসগুলোও। বর্তমানে ই-টিআইএন ধারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ লাখ ১৫ হাজার ৫০৪ জনে। ফলে ২০২১ সালে আমরা ৫০ লাখ করদাতার প্রত্যাশা করছি।
সারাবাংলা/ইএইচটি/জেএএম