Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেজা কিবরিয়া, রনি, মীর নাছিরসহ ৮২ জনের আপিল ইসিতে


৩ ডিসেম্বর ২০১৮ ১৯:০৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৮ ২৩:২৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্রের বৈধতা পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক মন্ত্রী মীর নাছির, সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি, হিরো আলমসহ ৮২ প্রার্থী।

সোমবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল গ্রহণের সময়সীমা ছিলো। কিন্তু লাইনে আগে থেকে অপেক্ষায় থাকা প্রার্থীদের সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। আগামী মঙ্গল ও বুধবারও আপিল গ্রহণ করা হবে।

এর আগে, গতকাল ২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। সারা দেশে দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। বাতিল হওয়া প্রার্থীরা আজ ৩ ডিসেম্বর থেকে আপিল শুরু করেছেন।

চট্টগ্রাম-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিমানমন্ত্রী মীর নাছির উদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সরকারের চাপে রিটার্নিং কর্মকর্তা বাতিল করতে বাধ্য হয়েছে। আপিলে প্রার্থিতা দেবে আশা করি।’

পটুয়াখালী-৩ আসনের প্রার্থী গোলাম মওলা রনি বলেন, ‘সামান্য ভুলের কারণে আমার মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এটা বাতিলের মতো ভুল ছিল না। যেখানে ইসি থেকে ছোট ভুলের জন্য বাতিল না করার নির্দেশনা দিয়েছে, ফলে আমি আশবাদী। কমিশনের প্রতি আস্থা আছে। আশা করি নির্বাচন করার সুযোগ পাবো।’

বগুড়া-৪ আসনের প্রার্থী হিরো আলম বলেন, ‘আশা করি নির্বাচন কমিশেনে ন্যায় বিচার পাবো। অনথ্যায় আমি আদালতে যাবো। মন্ত্রী-এমপিরা চায় না, প্রজারা রাজা হোক। জিরো থেকে হিরো হয়েছি। ষড়যন্ত্র করে আমার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। শেষ পর্যন্ত লড়াই করে যাবো।’

বিজ্ঞাপন

ইমরান এইচ সরকার বলেন, ‘যে অজুহাতে আমার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তাতে আমার মনে হয় না কারও মনোনয়ন টিকবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা মনোনয়ন দাখিল করেছিল, তাদের সবার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন অজুহাতে।’

অন্য আপিলকারিদের মধ্যে রয়েছেন- পটুয়াখালী-৩ থেকে গোলাম মাওলা রনি, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, চাঁপাইনবাবগঞ্জ-১ থেকে নবাব মোহাম্মদ শামছুল হুদা, বগুড়া-৭ থেকে খোরশেদ মিলটন, খাগড়াছড়ি থেকে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, ঝিনাইদাহ-১ থেকে আব্দুল ওয়াহাব, ঢাকা-২০ থেকে তমিজউদ্দিন, সাতক্ষীরা-২ থেকে মোহাম্মদ আফসার আলী, কিশোরগঞ্জ-২ থেকে মো. আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ-২ মো. তৈয়ব আলী, মাদারীপুর-৩ থেকে মো. আব্দুল খালেক, দিনাজপুর-২ থেকে মোকারম হোসেন, ঝিনাইদাহ-২ লেফটেন্যান্ট (অব.) আব্দুল মজিদ, ঢাকা-১ খন্দকার আবু আশফাক, দিনাজপুর-৩ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলম, জামালপুর-৪ থেকে ফরিদুল কবিরতালুকদার,পটুয়াখালী-৩ থেকে মো. শাহাজাহান, পটুয়াখালী-১ থেকে মো. সুমন সন্যামাত, দিনাজপুর-১ থেকে পারভেজ হোসেন, মাদারীপুর-১ থেকে জহিরুল ইসলাম মিন্ট,সিলেট-৩ থেকে কাইয়ুম চৌধুরী, ঠাকুগাঁও-৩ থেকে এসএম খলিলুর রহমান ও জয়পুরহাট-১ থেকে মো. ফজলুর রহমান প্রমুখ।

তবে আপিলকারীদের মধ্যে একজন রয়েছেন যিনি অন্যের মনোনয়নপত্র বাতিল করার জন্য স্মারকলিপি জমা দিয়েছেন বলে সোমবার বিকেলে জানিয়েছেন ইসির আইন শাখার কর্মকর্তারা। এদিকে, ইমরান এইচ সরকার কমিশনে এলেও আপিল করেননি।

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর