ফেনীতে আলাদা দুর্ঘটনায় ৩ শিশুসহ চারজনের মৃত্যু
৩ ডিসেম্বর ২০১৮ ১৯:২৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ফেনী : ফেনীতে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজনই শিশু। সোমবার (৩ ডিসেম্বর) বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে ফেনী-বসুরহাট সড়কের দাগনভূঁঞা ইউনিয়নের দুধমুখা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বসুরহাট থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি ফেনীর দিকে যাচ্ছিলো। পথে দুধমূখা এলাকায় পৌঁছলে বসুরহাটমুখী গোল্ডেন সুপার নামে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ পাঠান জানান, নিহতরা হলেন, খতিজা বেগম (৫০), শাকিল (১২), মাহিন (৩)। গুরুতর আহত যাত্রী মিনারা বেগমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত-নিহতরা সবাই নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের বাসিন্দা। এরা সবাই একই পরিবারের সদস্য।
ওসি জানান, গোল্ডেন সুপার পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক বলেও জানান তিনি।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনীয়া এলাকায় রাস্তা পারাপারের সময় তায়েবা (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। সে ফেনী সদর উপজেলার বাসিন্দা।
ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসএমএন