Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরের হাবিপ্রবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ


৩ ডিসেম্বর ২০১৮ ২০:৪৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৮ ২১:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর: ক্লাস ও পরীক্ষা বর্জন, প্রতীকি অনশনসহ কর্মরত শিক্ষকদের দাবির আন্দোলনে মাঝেই দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) থেকে ২০১৯ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশও দেয়া হয়েছে।

সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন, রেজিস্ট্রার প্রফেসর ড. শফিউল আলম।

বিশ্ববিদ্যালয়ে বেতন বৈষম্যের অবসান, ইক্রিমেন্টের সুবিধা বহাল এবং একজন নারী শিক্ষিকাসহ সহকর্মী লাঞ্ছনার ঘটনায় জড়িত রেজিস্ট্রার, প্রক্টর এবং ছাত্র পরামর্শ বিভাগের পরিচালককে বহিষ্কারের দাবীতে ১৫ নভেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতীকি অনশন কর্মসূচি শুরু করেন পদোন্নতি পাওয়া ৫৭ জন সহকারি অধ্যাপক পদ মর্যাদার শিক্ষক।

বিজ্ঞাপন

প্রশাসনিক ভবনের প্রবেশ পথের সিঁড়িতে কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে কর্ম দিবসে অবস্থান নিয়ে প্রতীকি অনশন কর্মসূচি করেন তারা। এছাড়াও ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সহকারি অধ্যাপক ড. রমজান আলী এবং সহকারি অধ্যাপক দীপক কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়াসহ ছয় দফা দাবিতে ৫ নভেম্বর থেকে প্রগতিশীল শিক্ষক ফোরামের ৮২ জন সদস্য শিক্ষক প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের মোট ১০ অনুষদে ক্লাশ ও পরীক্ষা অনির্র্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের একটি অংশও এই আন্দোলনে যোগ দেয়। ফলে কার্যত অচল হয়ে পড়ে হাবিপ্রবির শিক্ষা কার্যক্রম।

এর ধারাবাহিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল খালি করে দেওয়ার নির্দেশ দিল প্রশাসন।

আরো পড়ুন : হাবিপ্রবি’র রেজিস্ট্রার লাঞ্ছিতের ঘটনায় ২ শিক্ষক বরখাস্ত

সারাবাংলা/এসএমএন

বন্ধ ঘোষণা হাবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর