Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই সাংবাদিকের ১৪ বছরের জেল চায় মিয়ানমার


১০ জানুয়ারি ২০১৮ ১৪:৪৩

আন্তর্জাতিক ডেস্ক

দাপ্তরিক গোপনীয়তা আইন ভাঙার অভিযোগে রয়টারের দুই সাংবাদিকের ১৪ বছরের কারাদণ্ড চেয়েছে মিয়ানমার । বুধবার মিয়ানমারের প্রসিকিউটার সে দেশের আদালতের কাছে এ দাবি করেছেন।

ওয়া লোনে এবং কিও সো ও নামের ওই দুই সাংবাদিককে ১২ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ।

রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিশ্ব গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানো এবং নিয়ম ভেঙে সংবাদ সংগ্রহ করার অভিযোগ এনে তাদেকে গ্রেফতার করে মিয়ানমার পুলিশ।

মিয়ানমারে সাংবাদিক গ্রেফতার, ক্লিনটন বললেন ‘এটা অগ্রহণযোগ্য’

ওয়া লোনে এবং কিও সো ও এর কর্মস্থল ছিল রাখাইন রাজ্যে। জাতিসংঘের হিসেবে, গত কয়েক মাসে সেখান থেকে ছয় লক্ষেরও বেশি মুসলিম রোহিঙ্গাকে বিতাড়িত করেছে মিয়ানমার সেনাবাহিনী।

গ্রেফতার হওয়া দুজনের পরিবারের সদস্যরা রয়টারকে জানিয়েছে, মিয়ানমারের এক পুলিশ কর্মকর্তার দেওয়া দাওয়াতে অংশগ্রহণ করতে গেলে সেখান থেকে তাদেরকে আটক করে পুলিশ ।

ওয়া লোনে সাংবাদিকদের বলেন, ‘তারা আমাদেরকে গ্রেফতার ও শাস্তি দিতে চায় কারণ আমরা সত্যকে বিশ্বে সামনে তুলে ধরেছি।’ শুনানির জন্য পুলিশ তাদেরকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি এ কথা জানান।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান পরিস্থিতিকে ‘জাতিগত নিধন’ অখ্যাতিয় করেছিল জাতিসংঘ। এছাড়া মিয়ানমার তার ওই রাজ্যে সাংবাদিকের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল।

সারাবাংলা/এসআরপি

বিল ক্লিনটন মিয়ানমার সাংবাদিকক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর