শ্রীলংকা: রাজাপাকসার প্রধানমন্ত্রীত্ব সাময়িক সময়ের জন্য বাতিল
৩ ডিসেম্বর ২০১৮ ২১:১৮
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
সাময়িক সাময়ের জন্য শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার প্রধানমন্ত্রীত্ব স্থগিত ঘোষণা করেছে দেশটির এক আদালত। খবর আল জাজিরার।
গত মাসে দু’টি অনাস্থা ভোটে পরাজিত হওয়ার পরও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান রাজাপাকসা। তার ওই অস্বীকৃতির বিরুদ্ধে আদালতে একটি পিটিশন করা হয়েছে। এই পিটিশনের শুনানি চলাকালীন সময় পর্যন্ত তার প্রধানমন্ত্রীত্ব বাতিল ঘোষণা করেছেন আদালত।
বিচারক আরজুনা ওবেসিকেরে সোমবার (৩ ডিসেম্বর) এক রায়ে এই নির্দেশ দেন। তিনি বলেন, রাজাপাকসা ও তার মন্ত্রীপরিষদ কার্যালয় দখল করে রাখলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
ওবেসিকেরে বলেন, আদালতের এই সিদ্ধান্তের কারণে শ্রীলংকায় আপাতত সরকারহীন অবস্থা বিরাজ করলেও আইন বহির্ভূতভাবে কয়েকজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের দায়িত্ব পালন করতে দেওয়া যেতে পারে না। এতে অপূরণীয় ক্ষতি হবে ও পুরো দেশ এর পরিণতির ভুক্তোভুগি হবে।
তিনি বলেন, ১২ ডিসেম্বর কোর্ট অফ আপিল পুনরায় রায় দিতে বসবে।
উল্লেখ্য, ২৬ অক্টোবর দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে তার জায়গায় রাজাপাকসাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তার এই সিদ্ধান্ত দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হয়।
দেশটির সংসদে দুইবার অনাস্থা ভোটে পরাজিত হন রাজাপাকসা। তবে তারপরও যথাযথ প্রক্রিয়া মানা হয়নি এমন অভিযোগ করে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান তিনি।
সারাবাংলা/ আরএ