।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে রাজনৈতিক মামলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির নির্দেশ দিতে প্রধান নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার (৩ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক মোস্তফা মহসিন মন্টু স্বক্ষরিত এক চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এই দাবি জানানো হয়। ইসির যুগ্মসচিব আসাদুজ্জামান সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, “আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেশের সবকিছু নির্বাচন কমিশনের আওতায় এসে যায়। সেই হিসেবে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার পর রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা যায় না। বিশেষ করে কোনো প্রার্থীকে হয়রানির প্রশ্নই আসে না।”
রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া যে কোনো রাজনৈতিক নেতাকর্মীকে মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিতে পারে নির্বাচন কমিশন বলেও উল্লেখ করে ঐক্যফ্রন্ট।
চিঠিতে আরও বলা হয়, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান, সংবিধানের বিধান মেনে সব রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার নির্দেশ প্রদানের অনুরোধ করা গেল।”
সারাবাংলা/জিএস/এটি