Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবনের নিরাপত্তা চেয়ে সিইসি’র কাছে জহির উদ্দিন স্বপনের আবেদন


৩ ডিসেম্বর ২০১৮ ২১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রাণনাশের আশঙ্কায় প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) কাছে নিরাপত্তা চেয়েছেন বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।

সোমবার (৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এই আবেদন জানান সাবেক এই সংসদ সদস্য।

সিইসি’র সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিসুর রহমান বিভিন্ন সময় আমার নাম উল্লেখ করে হাত-পা ভেঙে ফেলা এবং বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। এই হুমকির কারণে আমার প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ওই নেতার নেতৃত্বে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমি, আমার পরিবার ও নেতা-কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

লিখিত আবেদনে স্বপন বলেন, “আরপিও অনুসারে তফসিল ঘোষণার পর একজন প্রার্থী যে সকল নিরাপত্তা সুবিধা প্রাপ্ত হন, আমাকে সেই ধরনের নিরাপত্তা সুবিধা দেওয়ার জন্য র‌্যাব-পুলিশসহ সংশ্লিষ্ট সকল মহলকে অতি সত্বর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।”

সকরাবাংলা/জিএস/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর