‘রেকর্ড পরিমাণ মনোনয়ন বাণিজ্য করেছে বিএনপি’
৪ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপি এবারের নির্বাচনে রেকর্ড পরিমাণ মনোনয়ন বাণিজ্য করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
নির্বাচন কমিশনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল করা নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের কতজন আছে? ২৭৮ জন আছে। বিএনপির কত আছে? ৫৫৫ জন এখনো তাদের আছে? ইলেকশন করবে কয়জন? তিন শ আসনের মধ্যে ঐক্যফ্রন্ট আছে, শরিকরা আছে। সবাই কি বিএনপির? তাহলে ধরুন তিনশ জন প্রার্থী হবে, ৫৫৫ জন কোথা থেকে এলো।’
‘আমরা তো বিশ্বস্ত সূত্রে খবর পেয়ছি এবং গুঞ্জন ছড়িয়ে পড়েছে, ডালপালা বিস্তার করছে, বিএনপি এবার মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে।’
‘এই যে বাদ যাওয়া প্রার্থী, ঋণখেলাপী, দন্ডিত, তাদেরকেও মনোননয়ন দিতে গেছে। তারপরও এখনো ১৪১ জন বাদ পড়ার পরও ৫৫৫ জনেরর নাম রয়ে গেছে। ৫৫৫ জনই বৈধ রয়েছে। এটা কি মনোনয়ন বাণিজ্য নয়? তাদের কোন কোন নেতা ঢাকা থেকে পালিয়ে গেছে। যারা য়ারা তাদের টাকা দিয়েছে এখন তারা তাদের বাড়িতে গিয়ে ধর্ণা দিচ্ছে। তাদের অনেক শীর্ষ নেতারাই এলাকায় গিয়ে ১০ তারিখের আগে নির্বাচনি প্রচারণায় নেমে গিয়ে আচরণবিধি ভঙ্গ করছে’ বলেও অভিযোগ করেন তিনি।
তাদের অনেকে মনোনয়ন বাণিজ্যের টাকা নিয়ে পালিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। সরকার বিএনপির প্রার্থীদেদের মনোনয়ন বাতিল করে পুতুল নাচের খেলা শুরু করছে, বিএনপি নেতার এমন বক্তব্যের বিষয়ে কাদের বলেন, ‘তাদের মনোনয়ন প্রক্রিয়াই একটা পুতুল নাচের খেলা। সরকার কেন করবে? নির্বাচন কমিশন কি সরকারের? নির্বাচন কমিশন স্বাধীন কতৃত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে নানা ষড়যন্ত্র করছে বিএনপি। এ জন্য তাবলিগ জামাতসহ অনেকের ওপর ভর করার চেষ্টা করছে।’
বিএনপি নেতা রিজভীর প্রতি ইঙ্গিত করে ওবায়দুল বলেন, ‘নয়াপল্টন হচ্ছে মিথ্যাচারের ফ্যাক্টরি। সেখানে একজন আবাসিক নেতা রয়েছেন। তিনি সব সময়ই মিথ্যাচার করে বেড়াচ্ছেন।’
জিয়া পরিবারকে নিশ্চিত করা বিষয়ক বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ইতিহাস বলে—জিয়া পরিবারই বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করেছে। বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে কারা বিদেশ পাঠিয়েছিল, ইমডেননিটি অধ্যাদেশ জারি করে কারা খুনিদের বিচার বন্ধ করেছিলো, কারা পঞ্চম সংশোধনী করেছিলো, বিএনপি করেছিলো।’
‘১৫ আগস্টের নেপথ্যে তারাই ছিলো, খুঁজলে তাই বেরিয়ে আসবে। তারাই আবার সেই খুনিদের পুরস্কৃত করেছে, পুনবার্সিত করেছে। আমাদের নেত্রীকে লক্ষ্য করে ২১ আগস্ট বোমা হামলা ঘটিয়েছিলো। এর বিচার হয়েছে। আদালত রায় দিয়েছেন। আমরা জিয়া পরিবারকে নিশ্চিত করবো কিভাবে, তারাই তো বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো, যা ইতিহাস প্রমাণ করছে’ যোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।
বিএনপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে আদালত আদেশ দিয়েছেন। এখানে রাজনৈতিকভাবে আমরা তাদের হয়রানি করিনি।
সাতকানিয়ার এমপি প্রার্থী আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এক নির্বাচনী সভায় বলেছেন, নির্বাচনে জিতলে সবাই মিলে ভাগ করে খাবো। এ বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি বিষয়টি জানি না, খোঁজ-খবর নিয়ে দেখি। তবে সাইবার অপরাধ চলছে। আসলেই উনি এসব বলেছেন কি-না তা খতিয়ে দেখবো।’
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, এ কে এম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন ও আনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/এমআই