Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিকারুননিসার প্রভাতী শাখার প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত


৪ ডিসেম্বর ২০১৮ ১৫:০৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার প্রধান শিক্ষত জিন্নাত আরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্কুলটির নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার জন্য তিনিই দায়ী, এমন অভিযোগে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই বিক্ষোভ করছেন অরিত্রীর সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা। এই আন্দোলনের মধ্যে সংবাদ মাধ্যমের সামনে ক্ষমা চান স্কুলটির প্রিন্সিপাল নাজনীন ফেরদৌস।

সাংবাদিকদের নাজনীন ফেরদৌস বলেন, দুপুর আড়াইটার দিকে স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান আশরাফ তালুকদার এই সিদ্ধন্তের কথা জানিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত জিন্নাত আরাকে স্কুলের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, শুধু জিন্নাত আরা নন, স্কুলের প্রিন্সিপালকেও বরখাস্ত করার দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সকালে পরীক্ষা শেষে বেরিয়ে স্কুল চত্বরেই বিক্ষোভ শুরু করে তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও। অরিত্রীর আত্মহত্যার বিচার চেয়ে বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছে তারা।

আরো পড়ুন : ক্ষমা চাইলেন ভিকারুননিসা প্রধান শিক্ষক 

সারাবাংলা/এমএস/এসএমএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর