Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নাশকতা মামলার আসামি জামায়াত নেতা গ্রেফতার


৪ ডিসেম্বর ২০১৮ ১৬:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নাশকতার দুই মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। গ্রেফতার হওয়া জামায়াত নেতা মো. শফিকুল আলম বাকলিয়া থানা জামায়াতের সহসাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে নগরীর কে বি আমান আলী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী।

তিনি সারাবাংলাকে আরও বলেন, ‘দুটি নাশকতার মামলার মধ্যে একটিতেও তিনি জামিনে নেই। দীর্ঘদিন এলাকাছাড়া থাকার পর সম্প্রতি তিনি বাকলিয়ায় ফিরে এসেছেন এবং সংসদ নির্বাচনকে সামনে রেখে বাকলিয়ায় জামায়াত-শিবির বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছেন বলে আমাদের কাছে তথ্য আছে। শফিকুল ইসলামও এই পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে আমরা জানতে পেরেছি।’

বিজ্ঞাপন

জানা যায়, গ্রেফতার হওয়া শফিকুল বাকলিয়া থানার বড় কবরস্থান এলাকার মৃত জানে আলমের ছেলে।

সারাবাংলা/আরডি/এসএল

গ্রেফতার চট্টগ্রাম জামায়াত নেতা

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর