Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপি’র কাছে অস্ত্রসহ অতিরিক্ত নিরাপত্তা চাইলেন ইসি সচিব


৪ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৮

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের কাছে শর্টগানসহ অতিরিক্ত নিরাপত্তা চেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। এখন পিস্তলধারী একজন দেহরক্ষী তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ইসি সচিবের একান্ত সচিব মো. আল মামুন এ সংক্রান্ত একটি চিঠি ডিএমপি কমিশনারের কাছে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ এ নির্বাচনের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিবের নিরাপত্তার জন্য ডিএমপি প্রটেকশন বিভাগ নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী বর্তমানে কর্মরত রয়েছেন। জাতীয় নির্বাচন চলাকালে এবং নির্বাচনের কিছুকাল সচিব মহোদয়ের জন্য নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে পিস্তলসহ দেহরক্ষী/গানম্যানের পাশাপাশি শটগানসহ আরো একজন দেহরক্ষী/গানম্যন নিযুক্ত করা প্রয়োজন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ এর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে গানম্যান নিযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইসি সূত্র সারাবাংলাকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সারাবাংলা/জিএস/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর