Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেইন: আংশিক উন্মুক্ত হয়েছে কার্চ প্রণালি


৪ ডিসেম্বর ২০১৮ ২০:০৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

আযভ সাগরের বেশ কয়েকটি বন্দর আংশিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে রাশিয়া। গত সপ্তাহে কার্চ প্রণালিতে এক সংঘাতের পর প্রণালিটি দিয়ে ইউক্রেনীয় জাহাজ চলাচলের ওপর অবরোধ জারি করেছিল রাশিয়া। খবর আল জাজিরার।

ইউক্রেইনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী ভলোদাইমিয়ের ওমেলায়ান মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা কিঞ্চিৎ প্রশমিত হওয়ার খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন, বার্ডিয়ানস্ক ও মারিউপুল বন্দর আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। কার্চ প্রণালি দিয়ে জাহাজ সেখানে যাচ্ছে। আংশিকভাবে চলাচল শুরু হয়েছে।

এদিকে আল জাজিরার প্রতিবেদক অ্যান্ড্রিও সিমন্স জানিয়েছেন, এই পদক্ষেপের মানে এই নয় যে, চলমান সংকটের সমাধান হয়েছে।

আরও পড়ুন: সামরিক শাসন জারি ইউক্রেইনে

ইউক্রেইনের রাজধানী কিয়েভ থেকে সিমন্স বলেন, বর্তমানে ইউক্রেইন ও রাশিয়া উভয়েই আযভ সাগরের দাবিদার। উভয়েই অপর দেশের জাহাজ নিরীক্ষা করে দেখতে পারে। রাশিয়া ওই নিরীক্ষায় প্রচুর সময় নিচ্ছে। উভয়ই সতর্কতা অবলম্বন করছে।

মঙ্গলবার ন্যাটো নেতারা এক বৈঠকে দুই দেশের মধ্যে চলমান সংকট নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

সারাবাংলা/ আরএ

ইউক্রেইন কার্চ প্রণালি রাশিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর