Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে গ্যাস সিলিন্ডারে ১ লাখ ইয়াবা


৫ ডিসেম্বর ২০১৮ ১৪:৫১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৮ ১৮:২৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর নাবিস্কো মোড়ে অভিযান চালিয়ে ১ লাখ ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বুধবার (৫ ডিসেম্বর) র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সাইফুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগে থেকেই র‌্যাবের কাছে তথ্য ছিল বুধবার (৫ ডিসেম্বর) ভোরে সিলিন্ডার ভর্তি ট্রাকে করে ইয়াবা পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো মোড়ে অবস্থান নেয়। এসময় একটি ট্রাকে অভিযান চালিয়ে ৩৩টি গ্যাসের সিলিন্ডার জব্দ করা হয়। পরে সিলিন্ডারগুলোর ভেতর থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয় যায়। ইয়াবা পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, ট্রাকের চালক মামুন হাওলাদার ও হেলপার মামুন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, কক্সবাজার থেকে অভিনব পন্থায় (গ্যাস সিলিন্ডার) এর ভিতরে ইয়াবা ঢুকিয়ে ঝালাই করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিত। প্রতি চালানে তাদেরকে ৭০ হাজার টাকা দেওয়া হতো।

মামুনের বাড়ি মুন্সিগঞ্জ ও মানিকের বাড়ি মাদারীপুরে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর পেছনে আর কারা কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর