Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার আসিবো ফিরে : নাসিম


৫ ডিসেম্বর ২০১৮ ১৫:১৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৮ ১৫:১৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: শেখ হাসিনা আবারও নির্বাচিত হয়ে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যক্ষেত্রে বর্তমান সরকারের গেলো ১০ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে নাসিম বলেন, ‘ইনশাল্লাহ আবার আসিবো ফিরে।’

বুধবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে ‘সাফল্যের জোয়ারে বাংলাদেশের স্বাস্থ্য: বিশ্বের বিস্ময়’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১০ বছরের সাফল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ১০ বছরে স্বাস্থ্যখাতে অনেক উন্নয়ন হয়েছে। এ অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি বিশ্বাস করি, শেখ হাসিনা আবার পুন:নির্বাচিত হবেন।

তিনি বলেন, স্বাস্থ্যক্ষেত্রে আমরা যে উন্নয়ন দেখিয়েছি তার জন্য মা-বোনদের কাছে শেখ হাসিনার জন্য একটি করে ভোট চাই। খালেদা জিয়া তার শাসনামলে হেলথ ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। আমরা সেগুলো আবার চালু করেছি। এটা আমাদের সরকারের বড় অর্জন। তরুণদের প্রথম ভোট হবে স্বাধীনতার পক্ষের শক্তির পক্ষে।

মন্ত্রী বলেন, নোবেল লরিয়েট ড. অমর্ত্য সেন ২০১৩ সালে লিখেছিলেন, যারা স্বাধীনতার পর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছিলেন তারা ভাবতেও পারেননি এই বাংলাদেশ একদিন ঝুঁড়ি থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে যাবে। যে দেশ কয়েক দশক আগে অতি দরিদ্র ছিল, তারা স্বাস্থ্যখাতসহ কয়েকটি সামাজিক সূচকে কিভাবে বিস্ময়কর অগ্রগতি অর্জন করলো তা ভেবে দেখা খুবই দরকার।

সারাবাংলা/এইচএ/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর