Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভবনে ঢাকা মহানগর নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন শেখ হাসিনা


৫ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৬ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৮ ১৭:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।। 

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃ প্রতীম সংগঠনের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নির্বাচনি দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

বুধবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢাকা মহানগর নেতারা দেখা করেন। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তর এবং মহানগর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সারাবাংলাকে এ কথা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, শিগগিরি দুই এক দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেনসহ আরও দুই একজন নেতার সাথে দেখা করার কথা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দলের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এনআর/জেএএম

আ.লীগ গণভবন শেখ হাসিনা

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর