ভারতীয় হুজুরের আগমন ঠেকাতে বিমানবন্দরে বিক্ষোভ
১০ জানুয়ারি ২০১৮ ১৫:৫৪
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা : তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য ভারতীয় নাগরিক মাওলানা সা’দ কান্ধলভির আগমনকে ঘিরে একটি পক্ষ বিমানবন্দর সড়কে বিক্ষোভ করছেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিমানবন্দর সড়কের গোল চত্বরে তাবলীগ জামাতের একটি গ্রুপ জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া সারাবাংলাকে বলেন, সা’দ হুজুরের আগমনকে ঘিরে তাবলীগ জামাতের একটি গ্রুপ তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা গোল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তবে রাস্তা একেবারেই বন্ধ করেনি। যান চলাচল ধীরগতিতে চলছে।
এদিকে বিমানবন্দর এপিবিএন এর একজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক দুপুর পৌনে দুইটার দিকে সারাবাংলাকে বলেন, সা’দ হুজুর বেলা ১টার দিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালালে অবতরণ করেন। এরপর ইমিগ্রেশন সম্পন্ন করে বের হওয়ার চেষ্টা করছিলেন। তবে বাইরে তার পক্ষের অনুসারীরা স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তার বিপক্ষ গ্রুপ গোল চত্বরে বিক্ষোভ করার কথাও বলেন এই কর্মকর্তা।
বিমানবন্দর গোল চত্বরের পাশে অবস্থিত একটি খাবার হোটেলের ম্যানেজার খাদেমুল ইসলাম বলেন, প্রায় এক থেকে দেড় হাজারের মতো মুসল্লি জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, হেফাজত সমর্থিত তাবলীগ নেতাদের ইন্ধনেই সা’দ এর বিরুদ্ধে বিক্ষোভ করা হচ্ছে। তবে সতর্ক রয়েছে পুলিশ যাতে কোনো সমস্যা বা গণ্ডগোল না হয়।
তাবলীগ জামাতের উপদেষ্টা কমিটির আব্দুল কুদ্দুস বলেন, মাওলানা সা’দ এর কারণে তাবলীগের ইজতেমা বাংলাদেশ থেকে বাইরের দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে। তাই শুধু ঢাকা নয় পুরো দেশেই মাওলানা সা’দ এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে।
১৩ জন শূরা সদস্য ও কয়েকজন উপদেষ্ঠা কমিটির সমন্বয়ে ভারতীয় উপমহাদেশে তাবলীগ জামাত পরিচালিত হয়। মাওলানা সা’দ সেই শুরা কমিটির একজন সদস্য।
আসন্ন বিশ্ব ইজতেমায় দিল্লির নিজামুদ্দিনের ‘বিতর্কিত’ মুরব্বি মাওলানা মুহাম্মদ সা’দের আসার বিরোধিতা করছেন বাংলাদেশ-ভারতের তাবলিগ-জামাতকর্মী ও কওমিপন্থী আলেমদের একাংশ। তারা বলছেন, দারুল উলুম দেওবন্দ থেকে সা’দের ‘বিতর্কিত’ বক্তব্যের কারণে তার সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আহমদ শফীসহ বাংলাদেশের সিনিয়র আলেমরাও চান, বিশ্ব ইজতেমায় সংঘর্ষ এড়াতে সা’দ ও তার অনুসারী বা বিরোধীরাও যেন ইজতেমায় অংশ না নেন।
সারাবাংলা/ইউজে/একে