Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ‘গোপন কুঠুরিতে’ ইয়াবা, রোহিঙ্গাসহ আটক ২


৫ ডিসেম্বর ২০১৮ ১৯:০০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা জদ্ধ করেছে নগর গোয়েন্দা পুলিশ। মাদক বহন করার অপরাধে এ সময় ট্রাকটির চালক এবং সহকারীকে আটক করা হয়।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নগরীর ফিরিঙ্গিবাজারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ের পাশের সড়কে চেকপোস্ট বসায় নগর গোয়েন্দা পুলিশ। আটক দু’জন হলেন, ট্রাক চালক আব্দুস সালাম (৪২) এবং তার সহকারী মো. জুবায়ের হোসেন (২০)।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আব্দুস সালাম কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকার মৃত মকবুল আহাম্মেদের ছেলে এবং জুবায়ের উখিয়া উপজেলার কুতপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের জালাল আহমদের ছেলে।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য আসে আচারভর্তি ট্রাকে ইয়াবা পাচার করা হচ্ছে। আটক দু’জন নিয়মিত ট্রাক নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা-যাওয়া করত। এর ফাঁকে কক্সবাজার থেকে ইয়াবা এনে তারা চট্টগ্রাম নগরীতে বিক্রি শুরু করে। ট্রাকে তল্লাশি করে দেখা যায়, গোপন কুঠুরিতে বিশেষ কৌশলে ইয়াবা রাখা হয়েছে।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর