প্রার্থিতা ফিরে পেতে তিন দিনে ৫৪৩ জনের আপিল
৫ ডিসেম্বর ২০১৮ ২০:৩২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: মনোনয়নপত্র বাতিল হওয়ার পরে প্রার্থিতা ফিরে পেতে তিন দিনে ৫৪৩ জন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, প্রথম দিনে ৮৪ জন, দ্বিতীয় দিনে ২৩৭ জন এবং তৃতীয় দিনে ২২২ জন আবেদন করেন।
এর আগে গত ২ ডিসেম্বর সারাদেশে রিটার্নিং কর্মকর্তা ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। এর মধ্যে ২৪৩ জন বাদে বাকি ৫৪৩ জন প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেন।
বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও বলেন, আগামী তিন দিন (৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত) প্রার্থীদের আপিল শুনানি চলবে। নির্বাচন ভবনে এ জন্য এজলাস তৈরি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা সেখানে উপস্থিত থেকে আপিল শুনানি গ্রহণ করবেন। প্রার্থীদের তালিকা থেকে ক্রমান্বয়ে প্রথম দিন ১ থেকে ১৬০ পর্যন্ত শুনানি নেওয়া হবে। দ্বিতীয় দিন (৭ ডিসেম্বর) ১৬১ থেকে ৩১০ পর্যন্ত এবং শেষ দিন ৩১১ ক্রমিক নম্বর থেকে ৫৪৩ পর্যন্ত আবেদনের আপিল শুনানি গ্রহণ করবে কমিশন।
প্রতিটি আবেদনের আপিল শুনানি শেষে সাথে সাথেই রায় জানিয়ে দেওয়া হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যদি উচ্চ আদালতে কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করতে চান, তাহলে তাকে রায়ের নকল কপি দিয়ে দেওয়া হবে, জানান ইসি সচিব।
গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। পরে ১২ নভেম্বর পুনঃতফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল ২ ডিসেম্বর। এদিন সারাদেশে জমা পড়া মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পরে ২ হাজার ২৭৯টি মনোনয়ন পত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
প্রার্থিতা ফিরে পেতে ৩ ডিসেম্বর থেকে আপিল শুরু হয়। আজ বুধবার (৫ ডিসেম্বর) ছিল আপিল করার শেষ দিন। তফসিল অনুযায়ী, ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
সারাবাংলা/জিএস/এটি