Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশায় ভাসা দিন


৬ ডিসেম্বর ২০১৮ ১০:৩৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ১১:০৬

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

ঢাকা: কুয়াশার আসার কথা ছিল কাজ, আজই সে এসে পড়েছে ঢাকা শহরে। গতকালের পূর্বাভাস যারা আমলে নেননি, তারা নিশ্চয়ই সকাল সকাল গরম কাপড় নামাতে দৌড়ঝাঁপ করেছেন।

তো খবর হচ্ছে এই যে, শীত অফিশিয়ালি চলে এসেছে, আর তার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। এই যে আজ কুয়াশা হলো, ক’দিনের মধ্যে দেখবেন  কুয়াশার জন্য ফেরি চলাচল, নৌচলাচল, প্লেন চলাচল ব্যবহত হচ্ছে। তবে কুয়াশা তো রোজ রোজ হবে না। যেদিন হবে, সেদিন একটু ঝামেলা পোহাতে হবে বৈ কি!

কুয়াশায় ভর দিয়ে ঠাণ্ডা একটু একটু করে নামতে শুরু করেছে। গতকাল রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকোর্ড করা হয়েছে, সর্বোচ্চ কোথাও ২৮ ডিগ্রির বেশি ছিল না।

আজকের দিনটায় এমনিতে কুয়াশা থাকায় আর্দ্রতা একটু বেশি। কিন্তু আদতে দিন শুষ্ক। ভালো হয় ত্বক ও চুলের যত্ন নিলে। বিশেষ করে বয়স্ক মানুষদের।

নিজেদের একটু যত্ন আর ব্যাস, আমরা তৈরি শীতে উৎসব করার জন্য।

শুভ কাটুক সপ্তাহের শেষ দিনটি।

সারাবাংলা/এমএ/টিআর

কুয়াশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর