আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন ভিকারুননিসার শিক্ষকরা
৬ ডিসেম্বর ২০১৮ ১২:১৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা। তাদের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ, হয়রানিমূলক আচরণ ও শিক্ষার্থী, অভিভাবকদের কঠোর সমালোচনার বিরুদ্ধে যেকোনো সময় আন্দোলনে যেতে পারেন বলে জানিয়েছেন তারা।
ভিকারুননিসার একটি সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্কুলের ভেতরে এক বৈঠকে কয়েকদিনের শিক্ষার্থী আন্দোলন, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ঢালাও অভিযোগ এবং শ্রেনী শিক্ষক হাসনা হেনার গ্রেফতারের বিষয়টি নিয়ে বৈঠক হচ্ছে।
শিক্ষকরা মনে করছেন, কোনো একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলে শিক্ষার্থীদের উসকিয়ে দিচ্ছে।
এ বিষয়ে খুরশিদ জাহান মালা নামের স্কুলের এক শিক্ষিকা সারাবাংলাকে বলেন, গ্রেফতারকৃত শিক্ষকের মুক্তি দাবীসহ আর কোনো শিক্ষককে যাতে হয়রানি ও গ্রেফতার না করা, শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে আমাদের ওপর প্রপাগান্ডা না ছড়াতে পারে এসব বিষয় প্রতিষ্ঠা করতেই আমরা দরকার হলে রাস্তায় নামব।
এরই মধ্যে ভিকারুননিসার অন্য দুই ক্যাম্পাস থেকেও শিক্ষকরা বেইলি রোডের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আসা শুরু করেছেন।
সারাবাংলা/এমএস/জেএএম