Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দু্ই-একদিন পর ঐক্যফ্রন্টের আসন বণ্টন, ইশতেহার ১৭ ডিসেম্বর


৬ ডিসেম্বর ২০১৮ ২০:৩৪ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৮ ২৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্তে এসেছেন ঐক্যফ্রন্টের নেতারা। তবে দুই একদিন পর এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান মির্জা ফখরুল।

এছাড়া আগামী ১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্ট ইশতেহার ঘোষণা করবে বলে জানিয়েছেন তিনি।

আজকের বৈঠকের বিষয়ে ফখরুল বলেন, ‘নির্বাচনকালীন রাজনৈতিক অবস্থা ও নির্বাচন পরবর্তী সম্ভাব্য রাজনৈতিক অবস্থা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এছাড়া এই মুহূর্তে যেভাবে গণগ্রেফতার, নেতাকর্মী হয়রানি চলছে সে বিষয়েও আলোচনা হয়েছে।’

বিজ্ঞাপন

আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আলোচনা হয়েছে। দুই একদিনের মধ্যে এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।’

সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর জনসভা স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের কারণে এই মুহূর্তে জনসভাটি স্থগিত করা হয়েছে। তবে প্রচার-প্রচারণার শেষ দিকে এই জনসভা করা হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির আ.স ম রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য রেজা কিবরিয়া প্রমুখ।

সারাবাংলা/এসএইচ/একে

জাতীয় ঐক্যফ্রন্ট জাতীয়-নির্বাচন মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর