Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিকারের জন্য রংপুর-৬ আসন ছাড়লেন প্রধানমন্ত্রী


৬ ডিসেম্বর ২০১৮ ২৩:৪৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জন্য রংপুর-৬ আসন ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই আসনটিতে শেখ হাসিনার জায়গায় নতুন প্রার্থী হিসাবে স্পিকার ভোটযুদ্ধে নামছেন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) গণভবনে উপস্থিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর সামনে এ ঘোষণা দেন শেখ হাসিনা।

১৯৯৬ সাল থেকে রংপুরের এই আসনটিতে নির্বাচনে প্রার্থী হয়ে আসছিলেন শেখ হাসিনা। এটি তার শ্বশুরবাড়ির আসন। তবে এই আসনে নির্বাচন না করার কথা জানান প্রধানমন্ত্রী।

আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৬ আসনে প্রার্থী হিসেবে গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী এবং স্পিকার দুজনই মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তার আগেই প্রধানমন্ত্রী এ আসনের চূড়ান্ত প্রার্থী হিসাবে স্পিকারকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ আসনের তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন শিরীন শারমিন চৌধুরীর পক্ষে কাজ করার জন্য।

সারাবাংলা/একে

জাতীয়-নির্বাচন শিরীন শারমিন চৌধুরী স্পিকার

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর