Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির মৃত্যু


৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৪০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৮ ০৯:০৭

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানী বনানীর ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিব হোসাইন হামজা (২৭) নামে এক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নুরুল ইসলাম (২৩) নামের এক কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাতে মহাখালী টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

হামলার পর রাকিব ও নূরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ১টায় রাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের পেছনে রাবিকদের বাসা। তার বাবার নাম আলতাফ হোসেন। রাকিব পরিবারের সঙ্গে সেখানেই থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, রাকিবের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নূর ইসলামের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

আরও পড়ুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুপিয়ে হত্যা ছাত্রলীগ নেতা বনানীতে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর