Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০ আপিলে বৈধতা পেলেন ২৩ জন, ১৬ জনের বাতিল বহাল


৭ ডিসেম্বর ২০১৮ ১২:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে এ পর্যন্ত ৪০ জনের আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ১৭ জনের মধ্যে ১৬ জনের আপিলের সিদ্ধান্ত গ্রহণ না করায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মেহেদী হাসানের আপিল শুনানি নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে চার নির্বাচন কমিশনার আপিল শুনানি নিচ্ছেন। সকাল ১০টায় শুরু হয় প্রথম দিনের এই আপিল শুনানি। সকাল সাড়ে ১১টা পর্যন্ত একটানা শুনানি নেওয়া হয়।

এদিন আপিলে যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন, তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মো. জিয়া উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মো. মুসলিম উদ্দিন, চট্টগ্রাম-৮ আসনে হাসান মাহমুদ চৌধুরী বৈধ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-৭ আসনে আবু আহমেদ হাসনাত, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আবদুল খালেক, কুমিল্লা-১ আসনে আলতাফ হোসাইন, চাঁদপুর-৫ আসনে খোরশেদ আলম খুশু, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সাইফুল্লাহ (হুমায়ুন মিয়া), বরিশাল-২ আসনে এ কে ফাইয়াজুল হক, পটুয়াখালী-১ আসনে মো. আবদুর রশিদ, বরিশাল-১ আসনে বাদশ মিয়া, বরগুনা-১ আসনে মো. মতিয়ার রহমান তালুকদার, ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীর, বরিশাল-২ আসনে মাসুদ পারভেজ, ঝালকাঠি-১ আসনে বজলুল হক হারুন (প্রতিপক্ষ মনোনয়নপত্র বাতিল চেয়ে আবেদন করলে তা নমঞ্জুর করে ইসি), পটুয়াখালী-২ আসনে শহিদুল আলম তালুকদার, বরিশাল-৬ আসনে নাসরিন জাহান রত্না (প্রতিপক্ষের আবেদন নামঞ্জুর), বরিশাল-৪ আসনে পংকজ দেবনাথ (মেজবাহ উদ্দিন ফরহাদের আবেদন নামঞ্জুর), পিরোজপুর-৩ আসনে মো. রুস্তম আলী ফারাজী, বরিশাল-২ আসনে সৈয়দ রুবিনা আক্তার, ভোলা-৪ আসনে নাজিম উদ্দিন আলম (প্রতিপক্ষের আপিল নামঞ্জুর), বরিশাল-৪ আসনে মাহবুবুল আলম।

বিজ্ঞাপন

অন্যদিকে, আপিলের পরও যারা প্রার্থিতা ফিরে পাননি, তারা হলেন— চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সামির কাদের চৌধুরী (গিয়াস কাদের চৌধুরীর ছেলে), ফেনী-৩ আসনে আবদুল লতিফ জনি, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. শাহজাহান, কুমিল্লা-২ আসনে আব্দুল মজিদ, বরিশাল-৬ আসনে ওসমান হোসেইন, পিরোজপুর-৩ আসনে ডা. সুধীর রঞ্জন বিশ্বাস, ঝালকাঠি-১ আসনে মো. মনিরুজ্জামান, পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-২ আসনে মিজানুর রহমান খান, ভোলা-৪ আসনে এম এ মান্নান হাওলাদার, ঝালকাঠি-১ আসনে মো. শাহজালাল শামীম, পিরোজপুর-১ আসনে মনিমোহন বিশ্বাস, ঝালকাঠি-১ আসনে ইয়াসমিন আক্তার পপি, পটুয়াখালী-২ আসনে মো. শফিকুল ইসলাম ও ভোলা-২ আসনে হুমায়ুন কবির।

সারাবাংলা/জিএস/টিআর

আপিল শুনানি নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর