পূর্ব শত্রুতার জেরে রাজধানীতে ছাত্রলীগ নেতা খুন
৭ ডিসেম্বর ২০১৮ ১৪:০৭ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৮ ১৪:১৭
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানী বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি রাকিব হাসান (২৮) পূর্ব শত্রুতার জের ধরে খুন হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। পুলিশ বলছে, আপাতত মনে হচ্ছে পারিবারিক কোনো বিরোধের জের ধরেই রাকিবকে হত্যা করা হতে পারে।
শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাকিব হত্যার পেছনে যে কারণই থাক না কেন, হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তদন্ত সাপেক্ষে সম্ভাব্য সব ধরনের তথ্য নিয়ে হত্যাকারীদের আটক করা হবে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে রাকিব হাসান ও নুর ইসলাম নামের দুজনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এরপর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রাকিব হাসানকে মৃত ঘোষণা করেন। আহত নুর ইসলাম ঢামেক হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন।
সারাবাংলা/ইউজে/এমএইচ
আরও পড়ুন
দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির মৃত্যু