ন্যায়বিচার পেয়েছি, মনোনয়ন ফিরে পেয়ে রেজা কিবরিয়া
৭ ডিসেম্বর ২০১৮ ১৫:৫১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: হবিগঞ্জ-১ আসনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আওয়ামী লীগ সরকারের সাবেক ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া প্রার্থিতা ফিরে পেয়েছেন। ক্রেডিট কার্ডের বিল বকেয়ার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করলেও নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজা কিবরিয়া বলেছেন, তিনি ইসিতে ন্যায়বিচার পেয়েছেন।
শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ চার নির্বাচন কমিশনার এই শুনানি নেন। এসময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত ছিলেন।
আপিল শুনানি শেষে বের হয়ে রেজা কিবরিয়া সাংবাদিকদের বলেন, আমাদের ক্রেডিট কার্ডের কোনো বিল বকেয়া ছিল না। ক্রেডিট কার্ডের ৬ হাজার টাকার একটি চার্জ বাকি ছিল। বিল বকেয়ার জন্য প্রার্থিতা বাতিল হতে পারে, এই চার্জের জন্য নয়। এ কারণে আমি ইসিতে ন্যায়বিচারের আশায় আবেদন করেছিলাম।
রেজা কিবরিয়া বলেন, সিইসিসহ নির্বাচন কমিশনাররা আমার আবেদন যাচাই করেছেন এবং আমার আবেদন মঞ্জুর করেছেন। আমি ইসিতে ন্যায়বিচার পেয়েছি। এ জন্য আমি কমিশনকে ধন্যবাদ জানাই।
এর আগে, গত ২৫ নভেম্বর প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরামে। পরে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে হবিগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ক্রেডিট কার্ডের বিল বকেয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল প্রক্রিয়ার শুরুর দিনেই (৩ ডিসেম্বর) তিনি প্রার্থিতা ফিরে পেয়ে আপিল করেন।
সারাবাংলা/জিএস/টিআর