‘জিয়া সাইবার ফোর্স’র মহাসচিব গ্রেফতার
৭ ডিসেম্বর ২০১৮ ১৭:০৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে ‘জিয়া সাইবার ফোর্স’ এর মহাসচিব কে এম হারুন অর রশিদকে গ্রেফতার করেছে র্যাব-৩।
শুক্রবার (৭ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তান এলাকা থেকে সকাল সাড়ে দশটায় তাকে গেফতার করা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার আশিকুর রহমান।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পোস্টে তিনি রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাতেন। এসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সারাবাংলা/এসএইচ/এমও