Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি’র নিরাপত্তারক্ষী হত্যার আসামি ছিনতাইয়ের সময় গ্রেফতার


৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: ছিনতাই করার সময় মো. ফারুক প্রকাশ বুলেট ফারুককে (৩৬) গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছে পাওয়া একটি অবৈধ অস্ত্র জব্দ করা হয়। ফারুক ডিআইজি’র বাসভবনের নিরাপত্তা রক্ষী পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দায়ের হওয়ার মামলার আসামি।

শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নগরীর সিআরবি কাঠের বাংলো এলাকায় ছিনতাই করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম।

ফারুক টাইগার পাস এলাকার আব্দুল আজিজের ছেলে। জাহাঙ্গীর আলম জানান, তার কাছে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।

জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বলেন, পুলিশ সদস্য হত্যা মামলার অভিযোগপত্রে আসামি হিসেবে ফারুকের নাম রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতারও করা হয়েছিল। তিনি জামিনে ছিলেন। এদিন ফারুক সিআরবি এলাকায় ছিনতাই করার সময় তাকে আমরা গ্রেফতার করি। ফারুকের বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইন ও ডাকাতির অভিযোগে আরও পাঁচটি মামলা আছে।

২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর টাইগার পাস সংলগ্ন বাটালি পাহাড়ে পিডব্লিউডি কলোনির সামনে শতায়ু অঙ্গনে একটি ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করতে যান ডিআইজি‘র বাংলোতে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্য। তখন ছিনতাইকারী ফারুক ও তার সহযোগীরা ফারুককে গলা কেটে হত্যা করে। এ সময় তাদের হামলায় আরও তিন পুলিশ সদস্য আহত হন।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর