Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেএমপি কমিশনারকে প্রত্যাহারে ইসির চিঠি


৭ ডিসেম্বর ২০১৮ ১৯:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: খুলনা মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৭ ডিসেম্বর) ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুল রহমান স্বাক্ষরিত এক চিঠিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরকে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মস্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে খুলনা পুলিশ কমিশনারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসায় তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ইসি। বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ও ‘অতি দলবাজ কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে যে তালিকা ইসিতে দেওয়া হয়েছে, সেখানে কেএমপি কমিশনারের নামও ছিলো।

বিজ্ঞাপন

কমিশন সূত্র জানিয়েছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কেএমপি কমিশনারের ‘ভূমিকা’ নিয়ে ইসিতে বিরূপ প্রতিবেদন ইসিতে জমা পড়ে সম্প্রতি। এ নিয়ে অসন্তোষ ছিল কমিশনে। অভিযোগের পর এই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য কমিশন সভায় একজন কমিশনার প্রস্তাব করেছিলেন। তার পরিপ্রক্ষিতে নির্বাচন কমিশন কেএমপি কমিশনারকে প্রত্যাহার সংক্রান্ত নথিতে অনুমোদন দেন।

এমন সিদ্ধান্তের ফলে তাকে সরিয়ে অন্যত্র দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই নির্দেশনা দেবে বলে ইসি কর্মকর্তারা জানান। এর আগে, কমিশন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। এছাড়া দুইজন ওসিকেও প্রত্যাহার করা হয়েছে।

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর