।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আশা প্রকাশ করে বলেছেন জাতীয় পার্টি ৪৫ আসন পেতে পারে। এছাড়া, দু’এক দিনের মধ্যেই জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা করা হবে। শুক্রবার (৭ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘দুই-একদিনের মধ্যেই মহাজোটে জাতীয় পার্টির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। মহাজোটের অন্যান্য শরিক দলের সঙ্গে আলোচনা চলছে।’ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন বলেও এসময় জানান তিনি।
মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে আছে, তাই একাদশ জাতীয় নির্বাচন খুব শক্ত নির্বাচন হবে। আর এ কারণেই যারা জয়ী হতে পারবে, তাদেরই মনোনয়ন দেওয়া হবে মহাজোটের প্রার্থী হিসেবে। মহাজোটভুক্ত দলগুলোর জনপ্রিয় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে, সে ক্ষেত্রে কোন দলের প্রার্থী তা বিবেচনা করা হবে না।’
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফযসল চিশতী, মজিবুর রহমান সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, সাংগঠনিক সম্পাদ আমির হোসেন ভূইয়া এমপি, এস এম ইয়াসির, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, এছাড়া কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোহিববুল্লাহ্, ফজলে এলাহী সোহাগ, মো. নেওয়াজ আলী ভূইয়া, আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/এমও