Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভাগওয়ারি দায়িত্ব পাচ্ছেন আ.লীগের মনোনয়ন বঞ্চিত শীর্ষ নেতারা


৭ ডিসেম্বর ২০১৮ ২৩:২৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিভাগওয়ারি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন আ.লীগের মনোনয়ন বঞ্চিত শীর্ষ নেতারা।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রায় ৩ শতাধিক  সাবেক  সরকারি আমলাদের সাথে সৌজন‌ সাক্ষাত অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রী সাবেক আমলাদের যখনই মনে পড়বে তখনই আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আর আপনাদের সবার ফোন নাম্বার আমরা নিয়ে নেব। আপনারা ঠিকই বলেছেন যে, একটা যোগাযোগ আমাদের নির্বাচন পরিচালনা কমিটি করবে এবং আমি আমাদের অনেক নেতাদের এবার ইলেকশন করতে না দিয়ে ইলেকশন পরিচালনার জন্য এবং সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য তাদেরকে রেখেছি। তারা যোগাযোগ রাখবে। এক একটা এক একটা গ্রুপের দায়িত্ব আমরা দিয়ে দিচ্ছি। কাজেই তারা এই বিষয়টা দেখবে।’

বিভিন্ন ব্যাচের সাবেক সরকারি আমলরা একে একে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রত্যেকটি ব্যাচের সাবেক আমলারা বক্তব্য রাখেন।

সাবেক আমলাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব আবু তাহের, এস এম আলী কবির, কামরুন নেসা খানম, কৃষিবিদ ওয়াসিউজ্জামান আকন, সাবেক রাষ্ট্রদূত মো. আব্দুল হান্নান, খন্দকার শওকত হাসান, ডা. দীন মোহাম্মদ নুরুল হক, অশোক মধাব রায়, প্রফেসর নোমানুর রশিদ, প্রকৌশলী কবির আহমেদ ভুইঞা, সাবেক অতিরিক্ত আইজিপি শামনুর রহমান, শামসুজ্জোহা খন্দকার, সাবেক অতিরিক্ত সচিব আনসার আলী খান, সাবেক সচিব আজিজুর রহমান, প্রফেসর দিলারা হাফিজ, সাবেক অতিরিক্ত সচিব খলিলুর রহমান, মিয়া লুৎফর রহমান, আলম তাকুকদার প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ একাদশ নির্বাচন জাতীয়-নির্বাচন

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

আরো

সম্পর্কিত খবর