ব্রাজিলে ব্যাংক ডাকাতির সময় গোলাগুলিতে নিহত ১২
৮ ডিসেম্বর ২০১৮ ১১:২৪
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি এটিএম ডাকাতির সময় নিরাপত্তাবাহিনী ও ডাকাতদের মধ্যে এক গোলাগুলির ঘটনায় অন্তত ১২জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।
শুক্রবার রাত ২:৩০ এর দিকে সিয়ারা রাজ্যের মিলাগ্রেস শহরের প্রধান সড়কে অবস্থিত একটি ব্যাংকে ডাকাতি করার সময় ডাকাতদের উদ্দেশ্য করে উন্মুক্ত গুলি চালায় পুলিশ। পাল্টা জবাবে ডাকাতরাও গুলি চালায়। এসময় তাদের কাছে দুই শিশুসহ ছয়জন জিম্মি ছিল। গোলাগুলিতে ছয় ডাকাত ও জিম্মিদের মৃত্যু হয়েছে।
স্থানীয় গভর্নরের মুখপাত্রী কেলিয়া জ্যাকোম বলেন, ডাকাতদের ছয়জন নিহত হয়েছে। আমরা নিহতদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি।
তিনি বলেন, ওই এলাকায় সম্প্রতি এর আগেও একইরকমের একটি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। এরপর থেকে ওই ডাকাতদের ধরার জন্য খুঁজছিল পুলিশ।
এদিকে মিলাগ্রেসের মেয়র লিয়েলসন মাসেডো লান্ডিম বলেন, ঘটনায় ডাকাতদের গুলিতে জিম্মিরা নিহত হয়েছে, পুলিশের গুলিতে নয়। জিম্মিদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য ছিল। ডাকাতরা তাদের গাড়িটি ছিনতাই করেছিল।
এদিকে লান্ডিম দাবি করলেও, জিম্মিরা আদতে কোনপক্ষের গুলিতে নিহত হয়েছে, সে বিষয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় দুই সন্দেহভাজন, তিনটি গাড়ি, বেশ কয়েকটি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
সারাবাংলা/ আরএ