Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশ্নফাঁস চক্রের ৭ সদস্যকে গ্রেফতার


৮ ডিসেম্বর ২০১৮ ১২:২৮

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সিরিয়াস ক্রাইম বিভাগ।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ডিসি মাসুদুর রহমান বলেন, গতকাল (৭ ডিসেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা শুক্রবার অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছেন। এ বিষয়ে বিস্তারিত ডিএমপির মিডিয়া সেন্টারে দুপুরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএইচ/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর