Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন আসনে খালেদা জিয়ার আপিলের সিদ্ধান্ত বিকেল ৫ টায়


৮ ডিসেম্বর ২০১৮ ১৩:২৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ফেনি-১, বগুড়া -৬ ও ৭ এই তিন আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রথম দফা আপিল শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। শনিবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টায় পুন:শুনানি শেষে রায় ঘোষণা করবে নির্বাচন কমিশন।

কমিশনে এই আপিলের শুনানিতে অংশ নেন খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলীর নেতৃত্বে ২০/২৫ জন আইনজীবি।

শনিবার (৮ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ফেনি-১, বগুড়া -৬ ও ৭ আসনে খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসির আপিল শুনানি শুরু হয়।

আরও পড়ুন:  আপিলে খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ আজ

পরে সাংবাদিকদের কাছে সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র আর্টিকেল ১২/ডি- ওয়ান অনুয়ায়ী বাতিল করেছে। আমরা এর বিরুদ্ধে আপিল করেছি। আচরণবিধি লংঘনের দায়ে নির্বাচন কমিশন মনোনয়ন বাতিল করলেও কারাগারে থাকা অবস্থায় এই আইন লংঘনের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন যে গ্রাউন্ডে মনোনয়ন বাতিল করেছে সেই গ্রাউন্ডেই আমরা আপিল করেছি। এই আপিল অবশ্যই বৈধ রায়ের যোগ্য। সুতরাং মনোনয়ন বাতিলের কোনো সুযোগ নেই।’

জয়নুল আবেদীন আরও বলেন,  ‘আপিলের রায় বৈধ ঘোষণা করে খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণের  সুযোগ দিতে অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। বিকেল ৫টায় কমিশন আরেক দফা শুনানি শেষে রায় দেবে বলে জানিয়েছে।’

সারাবাংলা/জিএস/জেএএম

আপিল খালেদা জিয়া তিন আসন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর