মুগদায় ছুরিকাঘাতে নিহত ১, নিরাপত্তাকর্মী আটক
৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মুগদা এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডে জাড়িত থাকার অভিযোগে শাহ আলম (৪৭) নামে এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম। তার বয়স ৪৫ বছর। তার বাড়ি মুগদা ছাতা মসজিদের বিপরীত পাশে।
মুগদা থানার পরিদর্শক (অপারেশন) মাকসুদুর রহমান জানান, এদিন আবুল কালামের সঙ্গে পাশের বাসার নিরাপত্তাকর্মী শাহ আলমের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহ আলম তাকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পুলিশ শাহ আলমকে আটক করেছে। হত্যায় ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জানানো হবে।
সারাবাংলা/এসএসআর/এটি