Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে অস্ত্র-গুলিসহ শিবির নেতা গ্রেফতার


৮ ডিসেম্বর ২০১৮ ১৮:০৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নড়াইল: নড়াইলে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নেতার নাম মো. রফিকুল ইসলাম (২৮)। তিনি শিবিরের নড়াইল জেলা শাখার সেক্রেটারি।

শুক্রবার (৭ ডিসেম্বর) গভীর রাতে নড়াইল সদর উপজেলার মাথাভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান বলেন, শুক্রবার রাতে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে রফিকুলের ব্যাপারে একটি গোপন সংবাদ আসে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল ফোর্সদের সাথে নিয়ে মাথাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতার রফিকুল দীর্ঘদিন থেকেই নাশকতার পরিকল্পনা করছিলেন বলে দাবি পুলিশের।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে আগেই তিনটি মামলা ছিল। এরমধ্যে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হলো। এ ঘটনায়ও একটি মামলা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি গণমাধ্যমকর্মীদের জানান।

সারাবাংলা/এসএমএন

 

শিবির নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর