Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘শিশু ছিনতাইকারী’ গ্রুপের দলনেতা গ্রেফতার


৮ ডিসেম্বর ২০১৮ ১৮:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মো. সুমন প্রকাশ বেলাল (২৩) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছিন্নমূল শিশু-কিশোরদের নিয়ে সুমন একটি ছিনতাইকারী গ্রুপ গড়ে তুলেছে।

শনিবার (৮ ডিসেম্বর) নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। তার কাছে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।

মো. সুমন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আবদুল মোতালেবের ছেলে।

নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘সুমনের ১৫ থেকে ২০ সদস্যের একটি ছিনতাইকারী গ্রুপ রয়েছে। তার গ্রুপের সবাই ছিন্নমূল শিশু-কিশোর। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং এর আশপাশের এলাকায় এরা ছিনতাই করে। সুমনকে আগেও একাধিকবার গ্রেফতার হয়েছে।’

সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নেজাম উদ্দিন।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর