।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঐক্যফ্রন্টের অন্যতম দল ড. কামাল হোসেনের গণফোরামের জন্য জাতীয় নির্বাচনে সাতটি আসন ছেড়েছে বিএনপি। শনিবার (৮ ডিসেম্বর) রাতে বিএনপি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী লড়বে ঢাকা-৬ আসনে। দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু লড়বেন ঢাকা- ৭ আসনে।
ময়মনসিংহ-৮ আসনে লড়বেন এএইচ এম খালেকুজ্জামান।
এছাড়া হবিগঞ্জ-২ এ রেজা কিবরিয়াকে আসন ছেড়েছে বিএনপি।
পাবনা-১ আসনে লড়বেন অধ্যাপক আবু সাইদ, কুড়িগ্রাম-৫ আসনে আনসা আমিন ও মৌলভিবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মনসুর (ঐক্যপ্রক্রিয়া) নির্বাচন করবেন।
আরও পড়ুন:
নাগরিক ঐক্যের জন্য ৫ আসন
আ স ম রবের দল পেল ৫ আসন
সারাবাংলা/এজেড/এমও