Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যফ্রন্ট শরিকরা পেল ১৯ আসন


৮ ডিসেম্বর ২০১৮ ২৩:২৬ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ২৩:২৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নানা হিসাব-নিকাশ ও দর কষাকষি শেষে নতুন রাজনৈতিক মিত্র জাতীয় ঐক্যফ্রন্টের চার শরিক দলের জন্য মোট ১৯টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এই ১৯টি আসনের মধ্যে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরাম ৭টি, আ স ম আব্দুর রব নেতৃত্বাধীন জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি) ৫টি, মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ৫টি এবং বঙ্গবীর কাদের সিদ্দকী বীরউত্তম নেতৃত্বাধীন বাংলাদেশ কৃষক-শ্রমিক-জনতা লীগ পেয়েছে ২টি আসন।

বিজ্ঞাপন

দফায় দফায় বৈঠক শেষে শনিবার (৮ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসে জাতীয় ঐক্যফ্রন্টের দায়িত্বশীল নেতারা ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন নিয়ে যান। আগে থেকে সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

গণফোরাম: সাত আসনে গণফোরামের প্রার্থীরা হলেন— ঢাকা-৬ আসনে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ আসনে এ এইচ এম খালিকুজ্জামান, হবিগঞ্জ-২ আসনে রেজা কিবরিয়া, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইদ, কুড়িগ্রাম-৫ আসনে আমছা আমিন ও মৌলভীবাজার-২ সুলতান মনসুর।

জেএসডি: পাঁচ আসনে জেএসডির প্রার্থীরা হলেন—লক্ষ্মীপুর-৪ আসনে জে এস ডির সভাপতি আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ঢাকা-১৮, আসনে শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৩ আসনে সাইফুল ইসলাম এবং শরিয়তপুর-১ আসনে নুরুল ইসলাম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে নিশ্চিত করেছেন জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।

বিজ্ঞাপন

নাগরিক ঐক্য: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, এস এম আকরাম নারায়ণগঞ্জ-৫ আসনে, শাহ মো. রহমতউল্লাহ রংপুর-১ আসনে, মোফাখখারুল ইসলাম নবাব রংপুর-৫ আসনে ও কে এম নুরুর রহমান বরিশাল–৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

কৃষক শ্রমিক জনতা লীগ: বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে ব্যারিস্টার কুড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন। কৃষক শ্রমিক জনতা লীগের অপর আসনটি টাঙ্গাইল-৪। এ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের দুই জন প্রার্থী আছেন। একজন কাদের সিদ্দিকীর ভাই আজাদ সিদ্দিকী। অপরজন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। এদের মধ্যে যেকোনো একজন ধানের শীষ প্রতীক পাবেন।

সারাবাংলা/এজেড/এমআই

ঐক্যফ্রন্ট শরিকরা পেল ১৯ আসন