Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নামঞ্জুর ছাড়পত্র না পেয়ে ইসিতে প্রার্থীদের ক্ষোভ


৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) আপিলে মনোনয়ন বাতিল হওয়াদের নামঞ্জুর ছাড়পত্র না পেয়ে ক্ষোভ জানিয়েছেন নির্বাচনে মনোনয়ন প্রার্থীরা। এমনকি নির্বাচন কমিশন অফিসে হট্টগোল করতেও দেখা গেছে।

রোববার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে নির্বাচন কমিশন অফিসের অভ্যার্থনা কক্ষে এ ঘটনা ঘটে।

প্রার্থীদের অভিযোগ, আপিল করা প্রার্থীদের আবেদন গতকালই নিষ্পত্তি করা হয়েছে। এতে কারও নামঞ্জুর হয়েছে কারও মঞ্জুর হয়েছে। ফলে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তাদের ওয়েবসাইটে তালিকা দেওয়া হয়েছে আবার কমিশন থেকে একটি কাগজও সরবরাহ করা হয়েছে। অথচ যাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে, তাদের নামঞ্জুরপত্র দেওয়ার কথা থাকলেও রোববার বেলা সোয়া ১টা পর্যন্ত একজনকেও দেওয়া হয়নি। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নামঞ্জুরপত্র দেওয়া হবে তবে কখন দেওয়া হবে তা জানায়নি। গতকাল বলা হয়েছিল আজ সকাল থেকে দেওয়া হবে। অথচ দিনের অর্ধেক চলে গেছে কাউকে নামঞ্জুর ছাড়পত্র দেওয়া হয়নি।

প্রার্থীরা বলেন, এভাবে যদি সময় ক্ষেপণ করা হয় তাহলে আমরা উচ্চ আদালতে আপিলে যেতে পারব না। আদালতে যেতে হলে অবশ্যই নামঞ্জুর ছাড়পত্র লাগবে।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ হোসেন বলেন, নামঞ্জুর হওয়া প্রার্থীদের ছাড়পত্র অবশ্যই দেওয়া হবে। একটু সময় লাগবে। আজকেই দেওয়া হবে। এ নিয়ে কাজ করা হচ্ছে। এ কাকের জন্য কর্মকর্তাদের অনেকেই অফিসে ঘুমাচ্ছেন।

সারাবাংলা/ইউজে/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর